প্রায় দুই দশক ধরে স্বদেশিদের কাছে নকল ওষুধ বিক্রি করছিলেন আজম নামের বাংলাদেশি এক নাগরিক। সম্প্রতি তিনি গ্রেফতার হয়েছেন।
বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের কাছেই এগুলো বেশি বিক্রি করতেন। বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে সন্দেহে আরও পাঁচ প্রবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ।
যে কোম্পানির অধীনে ভুয়া ওষুধ বিক্রি করছিলেন, তার একটি নথি ঘেঁটে মালিক হিসেবে একজন নারীর নাম দেখা গেছে। এই নারী মূলত আজমের মালয়েশিয়ান স্ত্রী। আগে কোম্পানিটি নিজের নামে থাকলেও পরে মালিকানা স্ত্রী হালিমাহ বিনতি ইসমাইলের নামে হস্তান্তর করেন বলে যানা গেছে।