বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদের আজ জন্মদিন। ১৯৮৬ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। রিয়াদের জন্মদিনে তাকে শুভেচ্ছা ও সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। সেই পোস্টে মাহমুদউল্লাহকে ‘বাংলাদেশের বড় মঞ্চের খেলোয়াড়’ বলেও অভিহিত করা হয়েছে, শুধু তাই নয়, বিশ্বকাপে (২টি) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা মাহমুদউ্ল্লাহর শতকগুলো হাইলাইটসের ভিডিও সংযুক্ত করা হয়েছে এই পোস্টে।
মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালের জুলাই মাসে। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর ছিল সেটি। সফরের ৩য় ওয়ানডে ম্যাচে দেশের হয়ে প্রথম ২২ গজে ব্যাট হাতে তুলে নেন এই কৃতী ক্রিকেটার, এরপর থেকে দেশের হয়ে প্রায় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে চলেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি রিয়াদের।