অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। গত ৬ দিনের প্রায় প্রতিদিনই দুপুরের দিকে মিরপুরে বৃষ্টি হয়েছে। আজ সোমবারও যথারীতি বৃষ্টি হয়েছে। তবে ম্যাচের ঘণ্টা দুই আগে থেকে আবার রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়া মিরপুরে। পিচ এবং আউটফিল্ডের কিছু অংশ এখনও কাভারে ঢাকা। মাঠ শুকানোর কাজ চলছে।
প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি নিছক নিয়ম রক্ষার। তবে অজিদের জন্য এই ম্যাচ সম্মান বাঁচানোর। ৩-২ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফেরাই তাদের লক্ষ্য। টানা তিন জয়ের পর গত শনিবার চতুর্থ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ।