গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদক মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন, জুয়া আইনে ৭ জন, গ্রেফতারী পরোয়ানার ৪ আটক করা হয়। গত ১১ আগষ্ট সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আচারপাড়া গ্রামের হিরামন বিশ্বাস (৩০), টেংরাখোলা গ্রামের শামিম খান (৩০) মাসুদ মোল্যা(২০), রাজু মোল্যা(২৭), মাহমুদ মোল্যা (২৪), ওলিদ মোল্যা (২৪), সাইমন শরীফ (২৭), রবিউল শেখ(৪০), আকরাম শেখ (৪০),বাহার চর পাড়া গ্রামের আফছার শেখ (৪৭) গাড়লগাতী তানভির আহম্মেদ (৩৫),রুমি বেগম (৩৫) মুনিরকান্দী গ্রামের জনি গাজী (৩৬)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক তাদের আটক করে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
নাহিদ পারভেজ জনি
মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধিঃ