পহেলা বৈশাখ ও রমজানের আগের দিন হাঁকডাকে সরগরম মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। ইলিশ কিনতে ক্রেতার ভিড় বেশি থাকায় বড় ইলিশ বিক্রি হয়েছে কেজি প্রতি ২২ শ’ টাকা পর্যন্ত।পয়লা বৈশাখে দেশ সেরা ইলিশের হাটে বড় বড় বুকিং। হাটের শুরুতেই ইলিশের বড় চালানের বিক্রি শেষ। নববর্ষ ছাড়াও পবিত্র রমজান আর সর্বাত্মক লকডাউন ঘিরে তাজা ইলিশ কেনার আগ্রহ নিয়ে অনেকে এসে নিরাশ হয়ে ফিরে গেছেন। আর দামেও আগুন দেখে হতাশ ক্রেতারা।বড় ইলিশ কেজি প্রতি দাম ১৮শ’ থেকে ২২ শ’ টাকা; আর ৭শ’ গ্রাম থেকে ৯শ’ গ্রামের নতুন ইলিশ বিক্রি হয় ১২শ’ থেকে ১৪শ’ টাকায় বিক্রি হয়েছেন।মাওয়া মৎস্য আড়তের সভাপতি মো. ছানা রঞ্জন দাস বলেন, আড়তটির আশপাশে পার্কিং না থাকায় এবং সরু সড়কে ক্রেতা-বিক্রেতা বিড়ম্বনায় পড়ছেন অহরহ এতে অনেক সম্যসা হচ্ছে।জেলায় ১০৬৪ জন নিবন্ধিত জেলে রয়েছেন। এদিকে, মৎস্য বিভাগ জানিয়েছে, গত মৌসুমে ২১৫২ মেট্রিক টন ইলিশ শিকার করেছেন জেলেরা।