কদিন আগেই মার্কিন কর্মকর্তাদের সফরকালে যুক্তরাষ্ট্রের ঘুম নষ্ট করে দেবেন বলে হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন। তাঁর এমন হুমকির কদিন পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষে দুটি স্বল্পপাল্লার মিসাইল ছুড়েছে দেশটি। বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে তাদের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার দরজা এখনো উন্মুক্ত রয়েছে। বাইযেন প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে তারা যা করেছে তা তেমন কিছু নয়, এটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র পরীক্ষার নিষেধাজ্ঞার আওতায়ও পড়ে না। এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, নতুন মার্কিন প্রশাসন আমাদের দেশে বারুদের গন্ধ ছড়াতে চাইছে। যদি তারা আগামী চার বছর শান্তিতে থাকতে চায় তবে প্রথম ধাপেই তাদের দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে যুক্তরাষ্ট্রের ঘুম নষ্ট হয়ে যাবে বলে হুমকি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কিম ইয়ো জং স্পষ্টভাবে ওয়াশিংটনের নতুন প্রশাসনকে উদ্দেশ করে বিবৃতি দেন। যদিও এ বিবৃতিতে সুনির্দিষ্টভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্টের নাম উল্লেখ করা হয়নি। আর এবার দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।