ছোট পর্দার অনেক কয়েকজন তারকা আছেন, দর্শক যাঁদের বড় পর্দায় দেখতে আগ্রহী। প্রযোজক-পরিচালকদেরও তাঁদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। কিন্তু ওই তারকাদের নানা কারণে বড় পর্দা বা সিনেমায় কাজ করার আগ্রহ কম।
ছোট পর্দার তারকাদের সেই তালিকায় আছেন অপূর্ব, আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির প্রমুখ। টিভি নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে তাঁদের ব্যস্ততা। কিন্তু কেন সিনেমায় আসছেন না তাঁরা? জানতে চাওয়া হয় এই তারকাদের কাছে। বিজ্ঞাপন
অভিনেতা অপূর্ব সিনেমায় অভিনয় করেছিলেন। গ্যাংস্টার তাঁর প্রথম ছবি। ২০১৪ সালে মুক্তি পায় ছবিটি। এরপর তাঁকে আর সিনেমায় দেখা যায়নি। তিনি জানালেন কোনো পরিচালকই এখন পর্যন্ত যথাযথভাবে প্রস্তাব দেননি তাঁকে। কেউ দিলেও সেগুলো নানা কারণে করা হয়নি। তা ছাড়া ছোট পর্দায় ব্যস্ততা বেড়ে যাওয়াও সিনেমায় না যাওয়ার অন্যতম কারণ।
প্রায় এক বছর ধরে শোনা যাচ্ছিল, সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছেন আফরান নিশো। এরই মধ্যে ছোট পর্দায় কাজের ব্যস্ততা বহুগুণ বেড়েছে তাঁর। এ অবস্থায় কি সিনেমায় কাজ করতে পারবেন তিনি? এ প্রশ্নে নিশো বলেন, বছরখানেক ধরে কথাবার্তা চলছে। করোনার কারণে কথা আর এগোয়নি। আমি সব সময়ই বলে আসছি, সিনেমায় নাম লিখিয়ে নিজেকে প্রস্তুত করতে চাই না, বরং প্রস্তুত হয়েই সিনেমায় নামতে চাই। দেখা যাক কী হয়।
বাণিজ্যিক ধারার সিনেমায় অনীহা থাকলেও বিকল্পধারার ছবিতে কাজ করতে আগ্রহী মেহ্জাবীন চৌধুরী। মেহ্জাবীন বলেন, ‘বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করব না। একটু ভিন্ন ধরনের ছবিতে কাজের আগ্রহ আছে আমার। তবে অবশ্যই পছন্দের পরিচালক হতে হবে।’ প্রস্তাব আসে না? তিনি বলেন, ‘আসে। তবে বাণিজ্যিক ছবির।’
স্বপ্ন থাকলেও চলচ্চিত্রে কাজ শুরু করার আস্থা এখনো তৈরি করতে পারেননি বলে জানালেন সাফা কবির। সাফা বলেন, ‘আমার মনে হয় সব অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে, একদিন বড় পর্দায় কাজ করবেন। আমারও আছে। কিন্তু এখন পর্যন্ত পছন্দসই গল্প বা পরিচালক পাইনি, যাঁর ওপর আস্থা রেখে বড় পর্দায় প্রথম কাজটি করতে পারি।’ জানালেন, কলকাতার বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু গল্পগুলো টানেনি তাঁকে।