করোনা পরিস্থিতির কারণে রপ্তানি খাতে নীতি সহায়তার সময়সীমা আরো ৩ মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রপ্তানিকারকরা আগামী জুন পর্যন্ত নীতি সহায়তা পাবেন। নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বৃদ্ধি করার সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এছড়া সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে। আজ রবিবার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, করোনার চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদেরকে স্বস্তি দেওয়ার জন্য নীতি সহায়তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।