প্রাণঘাতি করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনাএদের মধ্যে করোনা সংক্রমণে ছয়জন ও করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন।
এরআগের ২৪ ঘণ্টায়ও রামেক হাসপাতালের করোনা ইউনিটে নয় জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁ, মেহেরপুর ও পাবনার একজন করে রয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০ জন রোগী। বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে মোট রোগী ভর্তি আছেন ২৭৬ জন।
মোঃ মাসুম কবির, রাজশাহী জেলা প্রতিনিধি