করোনাভাইরাসের টিকা শিশুদের ওপর পরীক্ষা শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। জানা গেছে, তাদের তৈরি করোনা টিকা ১২ বছরের কম বয়সীদের ওপর পরীক্ষা করা হচ্ছে। ফাইজার-বায়োএনটেক-এর প্রত্যাশা, টিকা দেওয়ার বয়সসীমা ২০২২ সাল পর্যন্ত বাড়ানো যাবে। গত বুধবার থেকে প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো এ তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেন, ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর এই টিকা পরীক্ষা করা হচ্ছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই পরীক্ষার ফল পাওয়া যাবে। অন্যদিকে করোনাভাইরাসের টিকা শিশুদের ওপর পরীক্ষা শুরু করেছে মডার্না। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেক এর তৈরি করোনা টিকা ১৬-১৭ বছরের শিশুদের দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তার কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকা দেওয়া শুরু হয়।