ঐন্দ্রিলাকে আলিঙ্গন করে মাথায় চুমু খেয়ে বিশেষ দিনে একটি ছবি শেয়ার করেন সব্যসাচী। লেখেন, ‘প্রায় ৬ মাস পর বাইরে খেতে যেতে চেয়েছিল। শরীর এখনো বড়ই দুর্বল, তাই ভয়ে ভয়ে কাছেই নিয়ে গেলাম একটি ক্যাফেতে। সাহস সঞ্চয় করার জন্য সঙ্গে নিয়ে গেলাম ভাই এবং বন্ধুকে।
ঘণ্টাখানেক ছিলাম সেখানে, তার মধ্যেই বার পঞ্চাশেক জিজ্ঞাসা করে ফেললাম শরীর খারাপ লাগছে কি না। বেরোনোর সময়ে গটগট করে হাঁটতে হাঁটতে, গম্ভীর হয়ে বললো, ‘এতো আতুপুতু করো না তো। এমন হাবভাব করছ, যেন আমার ক্যানসার হয়েছে।’