সিলেট নগরের চৌহাট্টা এলাকায় গাড়ির অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। জানা গেছে, মামলাগুলোর মধ্যে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় একটি, দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় একটি এবং সিলেট সিটি করপোরেশরেন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তিন মামলার মধ্যে একটি মামলার বাদী সিসিকের উপসহকারী প্রকৌশলী দেবপদ রায় আর বাকি দুটি মামলার বাদী পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ। তিনি বলেন, ‘চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় সিসিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট এবং অস্ত্র আইনে দুইটি মামলা করেছে।’