করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এক কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন। গত ৪ অক্টোবরে সীমিত পরিসরে ওমরাহ চালুর পর থেকে এক কোটির বেশি দেশি ও বিদেশী মুসল্লি ওমরাহ করেছেন। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে শুধুমাত্র সৌদিতে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের সুযোগ পায়। এরপর ১ নভেম্বর থেকে সীমিত পরিসরে সৌদির বাইরের দেশ থেকেও মুসল্লিরা ওমরাহ পালন করেন। মক্কার পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের প্রবেশপথ পরিদর্শনকালে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. ইসাম বিন সাদ একথা বলেন। এ সময় তাঁর সঙ্গে আরো ছিলেন, হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাতসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মসজিদুল হারাম প্রাঙ্গণে ওমরাহযাত্রীদের তিনটি জমায়েতের স্থান আছে। এতে এক লাখের বেশি মুসল্লির ধারণ ক্ষমতা আছে। পবিত্র রমজানে ওমরাহ পালনের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্য সুরক্ষাসহ সব ধরনের সতর্কতামূলক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।