অক্সিজেনের অভাবে ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের একটি সরকারি হাসপাতালে ১১ জন মারা গিয়েছে। অক্সিজেনের সরবরাহে সমস্যা হয়েছিল। তাই আইসিইউ-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। ওই সময়ের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতালে ‘মাত্র ৪-৫ মিনিট অক্সিজেন ছিল না’ বলে দাবি করলেও মৃত রোগীদের স্বজনরা দাবি করেছেন, ‘হাসপাতালে অন্তত ২৫ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই সময়ের মধ্যেই ১১ জন রোগী প্রাণ হারিয়েছেন।
এই ঘটনার জেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২১-২২ হাজারের মধ্যে রয়েছে। প্রতিদিন প্রায় শ’খানেক মানুষ প্রাণহানির পাশাপাশি সে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ছাড়িয়েছে।