জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের আওতায় গত শনিবার থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনেও সারা দেশে বিভিন্ন কেন্দ্রে আগ্রহী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। আগের দিনের মতো গতকাল রবিবারও অনেকেই ফিরে গেছে টিকা না পেয়ে, যা নিয়ে বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত বিশৃঙ্খলা দেখা গেছে।
এদিকে এই ক্যাম্পেইনের আওতায় গত দুই দিনে ৪০ লাখের বেশি মানুষ টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কন্ট্রোল রুমের হাতে সারা দেশের সব তথ্য আসেনি। এখন পর্যন্ত যতটা তথ্য হাতে এসেছে, তাতে শুধু দ্বিতীয় দিনেই ৭ লাখের মতো মানুষ টিকা নিয়েছে। আর আগের দিনে নিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গতকাল সারা দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ছয় লাখ ৮২ হাজার ৩৪০ জনকে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এক কোটি ৮৬ লাখ তিন হাজার ৬২৮ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৪০ লাখ ব্যক্তিকে। আর দুই ডোজ পূর্ণ হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জনের।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, যারাই টিকা নিচ্ছে সবারই নিবন্ধন হচ্ছে। ফলে নিবন্ধনও বেড়ে গেছে অনেক। শেষ তথ্য অনুসারে, এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে দেশে কোনো একক ব্র্যান্ডের টিকা হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে ছাড়িয়ে গেছে চীনের সিনোফার্মের টিকা। এ ক্ষেত্রে অক্সফোর্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছিল ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। অন্যদিকে অক্সফোর্ডের প্রথম ডোজ এখন দেওয়া হচ্ছে না। দেশে ওই দুই টিকা ছাড়াও ফাইজার ও মডার্নার টিকাও দেওয়া হচ্ছে সিটি করপোরেশন এলাকায়।